Sunday, January 13, 2008

প্রবীরদা-র প্রতি ...


"----তোমার শব্দ আজ হৃদয় নিঙরে নেয়
আমার দুঃখে দেখ শস্য স্বাদ
জানিনা কোনখানে পথের জ্বর ছাড়ে
আঁধার রাত নামে পুন্যশ্লোক
অলীক যানজটে শরীর ক্লান্ত হয়
এমন যাত্রা তবু তীরথহীন
গরভধারিনীগো ! স্বপ্ন উলটে নাও
আমার পরাভব প্রতিক্ষায়----"
- প.দ.
আণবিক শরে বিদ্ধ হয় তপোবন!...ঋদ্ধ হয় মন! হে অনন্যোপায় মহাজাগতিক চিঠিবাজ! তোমাকে সেলাম...সত্তার সার নিঙরে নেওয়া অনুপ্রেরনা হিসেবে ধরা দেওয়ার জন্য কোনো ধন্যবাদ-ই কি প্রাপ্য তোমার ???!!!...............